বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের ৫ম মোহন্ত মহারাজের অভিষেক অনুষ্ঠান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 19 October 2024

বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের ৫ম মোহন্ত মহারাজের অভিষেক অনুষ্ঠান

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন- শ্রীমৎ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজ

শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের  প্রতিষ্ঠিত বাঁশখালী ঋষিধামে শ্রীগুরু সংঘের আয়োজনে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সার্বিক তত্বাবধানে ঋষিধাম তুলসীধামের ৫ম মোহন্ত মহারাজ হিসাবে শ্রীমৎ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ঋষিধামে সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এই অভিষেক অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন মঠ মন্দির আশ্রমের সাধু, সন্ত, সন্ন্যাসী মোহন্ত মহারাজগণ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

ভক্তদের সাথে শ্রীমৎ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজ

শুক্রবার ১৮ অক্টোব ঋষিধামে ৫ম মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজকে মোহন্ত মহারাজ হিসাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক করেন। মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য মহারাজ, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহারাজ, শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী  মহারাজ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী উমেষানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ অজপানন্দ মহারাজসহ বিভিন্ন মঠ মন্দিরের মহারাজগণ উপস্থিত ছিলেন।

শ্রীমৎ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজের অভিষেক অনুষ্ঠানে দেশ-বিদেশের মহারাজবৃন্দ

অলক দাশ বিভাস গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী দেবাশীষ পালিত, শ্রী অনুপ বরণ দাশ, শ্রী রাজীব সিনহা, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, শ্রী চন্দ্রশেখর মল্লিক, শ্রী ছোটন গুহ, শ্রী অলক দাশ, শ্রী দীপক দত্ত, ধন দেব সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশা এবং সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। অভিষেক পর্ব শেষে সাধু ভান্ডারা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages