কর্ণফুলী কলেজ বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 26 October 2024

কর্ণফুলী কলেজ বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র শিকলবাহা কলেজ বাজারে উদ্বোধন করা হয়। ২৬ অক্টোবর(শনিবার)বিকেল ঘটিকায় উপজেলার শিকলবাহা কলেজ বাজারে সর্বস্তরের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সহযোগিতায় উক্ত সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সুলভ মূল্যে ডিম সবজি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই সময়  উপস্থিত ছিলেন কলেজ বাজার ্যবসাসায়ী কমিটির সভাপতি মুহাম্মদ  ওসমান হোসেন, সহ সভাপতি মোহাম্মদ নাছির,সাধারণ  সম্পাদক  এম বাহাউদ্দিন বাহদুর, আজগর আলী টিপু, ছাত্র প্রতিনিধি, আল-আমিন, হাসান মাহমুদ ফারজিল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ ভোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য মধ্যে বিক্রি করতে দেখা যায় ডিম, শসা,লাউ,কাকরোল, টমেটো, চিচিঙ্গা, মুলা, বরবটি, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা  জানান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রতিটি  উপজেলা বাজার গুলোর মধ্যে এইধরনের ব্যবস্থা চালু থাকবে। তিনি পরে বাজারে নিত্য পণ্যের ঘুরে মনিটরিং করেন।  আরও জানান প্রতিটি হাট-বাজারে নিয়মিত নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং করা হবে। মনিটরিং মধ্যে সহযোগিতা করেন কর্ণফুলী থানা (সিএমপি)পুলিশ টিম।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages