কর্ণফুলীতে কিনতে এসে মোটরসাইকেল নিয়ে পালালো যুবক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 October 2024

কর্ণফুলীতে কিনতে এসে মোটরসাইকেল নিয়ে পালালো যুবক

একুশে মিডিয়া, ডেস্ক:

রেজাউল করিম নামের এক ব্যক্তি মোটরসাইকেল বিক্রি করার জন্য কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ক্রেতাকে গাড়িটি দেখাতে আসেন। পরে দুজনের মধ্যে দামও ঠিক হয়।

মোটরসাইকেলে উঠে ক্রেতা একটু পরীক্ষা করার কথা বলে এক টানে উধাও হয়ে যান। পরে রেজাউল করিম পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ অভিযান চালিয়ে সেই প্রতারককে প্রেপ্তার করেছে।  

বৃহস্পতিবার ( অক্টোবর) দুপুরে প্রতারক ক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

শুক্রবার ( অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় প্রতারক সাইফুল ইসলাম প্রকাশ মানিককে (৩৯)

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, ঘটনার পর মইজ্জ্যারটেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর সে গাড়ি নিয়ে না আসায় আমি পুলিশের আশ্রয় নিয়েছি। পরে কৌশলে আমার একজন বন্ধুকে দিয়ে তাকে ফোন করাই। আমার বন্ধু গাড়িটি কেনার কথা বলে লালখান বাজারে গিয়ে যোগাযোগ করলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রেজাউল করিমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়। পরে প্রতারককে গ্রেপ্তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages