ওসমান হোসাইন, চট্টগ্রাম:
কর্ণফুলী উপজেলা শিকলবাহা পশ্চিম চরহাজারিতে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫)নামে এক যুবকের বিদ্যুস্পৃষ্টে মৃত্যু হয়।ঘটনা ২ অক্টোবর বুধবার বিকাল ৪.৩০ মিনিট পশ্চিম শিকলবাহা চরহাজারী ৯নং ওয়াড় প্রবীণ শিক্ষক মোহাম্মদ তালেব মাষ্টারের ছোট ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫)নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়।
নিজ বাড়ীতে পানির মোটর মেরামত করতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উক্ত গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এলাকার লোকজন জানান, সে কেএসআরএম নামক চট্টগ্রামের একটি কোম্পানিতে চাকরি করতেন।
মরহুম মোহাম্মদ মহিউদ্দিনের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে।
কর্ণফুলী থানা (সিএমপি) অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনির হোসেন বলেন একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবার থেকে বিনা ময়না তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে,কোন অভিযোগ না থাকায় যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ অক্টোবর সকাল ১০ঘটিকায় চরহাজারি মৌলনা কেরামত আলী সারাং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
No comments:
Post a Comment