একুশে মিডিয়া, প্রতিবেদক:
বাঁশখালীতে জোড়া খুন মামলায় মো. হামিদুর রহমান প্রকাশ কালু (২২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত রাত ১০ টার দিকে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
হামিদুর রহমান কালু উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়ঘোনার মৃত খলিলুর রহমানের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি কালুকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে।
পরে আসামিকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
No comments:
Post a Comment