মোল্লাহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৎস্য ঘেরের কর্মচারীর মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 20 October 2024

মোল্লাহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৎস্য ঘেরের কর্মচারীর মৃত্যু

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:

বাগেরহাটের মোল্লাহাটে শুড়িগাতী গ্রামে মৎস্য ঘেরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ জয়নাল খান (৩৬) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ঘটিকায় উপজেলার শুড়িগাতী গ্রামের জনৈক গৌরঙ্গ রায়(শংকর) এর মৎস্য ঘেরে ঘটনা ঘটেছে।
ঘটনার বরাত দিয়ে নিহতের স্ত্রী নাদিরা জানান, নিহত জয়নাল গৌরঙ্গ রায়ের মৎস ঘেরে বছর যাবত কর্মরত ছিলেন। 

প্রতিদিনের ন্যায় আজ দুপুরের খাবার খেয়ে জয়নাল ঘেরের উদ্দেশ্যে রওনা হয়, এর পর সন্ধ্যায় তার ভাইপো ঘেরে গিয়ে তাকে ঘেরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জয়নালকে ঘেরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, পরবর্তীত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages