কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
২৪অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১.৩০ ঘটিকায় কর্ণফুলী উপজেলার ব্রীজঘাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারা মতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন কর্ণফুলী থানার পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর,মনোয়ারা বেগম মনি,ও উপজেলা কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment