বাঁশখালীতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গফুরসহ তিনজন গ্রেপ্তার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 21 October 2024

বাঁশখালীতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গফুরসহ তিনজন গ্রেপ্তার

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরসহ তিনজনকে গ্রেপ্তার করছেন বাঁশখালী থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী পৌরসভার জলদী মিয়ারবাজার এলাকা থেকে আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বাঁশখালী কোট রোড এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম নিজ বাড়ি থেকে সাধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান পুত্র যুবলীগ নেতা আরিফ উল্লাহ চৌধুরীকে ও গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর জলদী মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। 

ওসি আরও জানান, একই রাতে কোট রোড এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন এবং বানীগ্রাম নিজ বাড়ি থেকে আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।  

এদিকে একরাতে আওয়ামীলীগ-ছাত্রলীগের তিন নেতার গ্রেপ্তারের খবরে বাঁশখালীজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages