ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম):
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট এর ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের প্রতি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৩ নভেম্বর (শনিবার) সকালবেলায় শিকলবাহাস্থ আর্মি ক্যাম্পে দায়িত্বরত আর্মি কমান্ডার উপস্থিতিতে,কর্ণফুলীর দুস্থদের মাঝে সাহায্য হিসাবে ৯ জন কে মানবিক আর্থিক অনুদান দেওয়া হয়।
শিকলবাহা আর্মি ক্যাম্প সূত্রে আরও নিশ্চিত করেন বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। আজকে কর্ণফুলী ৯ জন দুস্থদের মাঝে ১৮ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অভাব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আজকে কর্ণফুলীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট এর ব্যবস্থাপনায় অসহায় এই মানবিক সহায়তা প্রদান তার একটি দৃষ্টান্ত মাত্র ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন।
No comments:
Post a Comment