ওসমান হোসাইন, কর্ণফুলী:
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের ১৪বছর ফূর্তি উপলক্ষে বন্ধন ক্লাবের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ব্লাড গ্রুপ নির্ণয় এবং ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়।
সম্প্রতি ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সানাউল্লাহ মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব কামরুদ্দীন সবুজ।
আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিক ,ইদ্রিস আমিরী, শাহজাহান সিরাজ, শওকত আলী, জাহাঙ্গীর (সওঃ), সেলিম,জিল্লুর রহমান, এডভোকেট জাহেদুল ইসলাম লিটন। উপস্থিত ছিলেন বন্ধন ক্লাবের সহ-সভাপতি রেজা, মঈনুদ্দিন, শাহেদ, সহ সাধারণ সম্পাদক এমরান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, অর্থ সম্পাদক সুমন,প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ সহ কুতব মাসুদ, সজিব, আমিন, আশিক, জাহেদ মুবিন, মানিক, রানা, ফয়সাল, বকুল, ফারুক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, তারুণ্যনির্ভর সংগঠন বন্ধন ক্লাব সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে এটি ইতিবাচক। আজকে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ও ক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজকে আমরা যারা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করছি আমরা রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচাতে পারি। একে অপরের সাহায্যে এগিয়ে এলে রক্তের অভাবে কেউ জীবন হারাবে না। নিয়ম মেনে রক্তদান করলে মানবদেহের ক্ষতি হয় না। তাই নিয়মিতভাবে আমাদের রক্তদান করা উচিত।
তিনি আরো বলেন, আমি আশাবাদী হতে চাই বন্ধন ক্লাব সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান রাখবে। আমি বন্ধন ক্লাবের শুভাকাঙ্ক্ষী হিসেবে বন্ধন ক্লাবের প্রতিটি ভালো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবো।
No comments:
Post a Comment