একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ করেন।
এর আগে, গত ১২ ডিসেম্বর গভীর রাতে চবির পরিবহন দপ্তরের পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মহিবুল ইসলাম মহিব ও নীরব আহমেদ। তারা কেন্দ্রীয় খেলার মাঠে বন্ধুদের সঙ্গে একটা বারবিকিউ পার্টি শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের আরেকটি আন্দোলনে অংশ নেন চবি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। তারা বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রক্টরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। পরে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাত ৮টার দিকে প্রধান ফটক খুলে দেন।
চবি প্রক্টর অধ্যাপক তানভীর বলেন, আমরা জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি। আগামী রোববারের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এ ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়ে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং গণতান্ত্রিক ছাত্রজোট বিবৃতি দিয়েছেন।
সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment