তানোরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সাংবাদিক সম্মেলন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 December 2024

তানোরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সাংবাদিক সম্মেলন

সাইদ সাজু, তানোর থেক:

রাজশাহীর তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানকে নিয়ে অপপ্রচার মিথ্যে সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে এসবের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, গত ১৫ই ডিসেম্বর সুলতান মাহমুদ তারেক তানোরে গাড়ী বহর নিয়ে পথ সভা করতে আসেন। এসময় তাদের মধ্যে হট্রগোলের ঘটনা ঘটে। ওইদিন জননেতা মিজানুর রহমান মিজান ঢাকায় অবস্থান করছিলেন। অথচ ওই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে পরিকল্পিত ভাবে তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যে বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া গায়েবী তথ্য দিয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছেন সুলতান মাহমুদ তারেক। 

বুধবার দুপুরে তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যে তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর উপজেলা কৃষকদল সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, ' লীগ সরকারের আমলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। 

আওয়ামী লীগের দুঃসময়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়ার পাশাপাশি একাধীক মামালা হামলা একাধীকবার কারাবরনের স্বীকার করেছেন মিজানুর রহমান মিজান। শত নির্যাতন হামলা মামলার স্বীকার হয়েও রাজপথের লড়াই সংগ্রামের সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নেতাকর্মি সমর্থকদের পাশে থেকে সর্বদা আগলে রেখেছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তার বিরুদ্ধে শুরু হয়েছে সড়যন্ত্র। ৫ই আগষ্টের পর কারা মুক্ত হওয়া জননেতা মিজানুর রহমান মিজান নেতা কর্মীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। তার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে দলীয় সামাজিক ভাবে হেউ করতে তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার সংবাদ প্রকাশ করাচ্ছেন ওই কুচক্রী মহল।  এসব সড়যন্ত্রের বিরুদ্ধে সকলস্তরের নেতাকর্মিদের ধর্যের সাথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জাননো হয় সাংবাদিক সম্মেলনে। 

 

তানোর উপজেলা, তানোর পৌর মুন্ডমালা পৌর বিএনপি অংগ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিএনপি নেতা অধ্যাপক নুরুল নুরুল ইসলাম, উমর আলী, তানোর পৌর যুবদর সাবেক সভাপতি আব্দুল মান্নান, তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক জনি, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আবু সাইদ বাবু, সেচ্ছাসেবক দল নেতা ওবায়দুর রহমান মাহাবুর রহমানসহ তানোর উপজেলা, তানোর মুন্ডমালা পৌর সভারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন। 

তবে, উক্ত সাংবাদিক সম্মেলনে তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন না। এবিষয়ে সুলতান মাহমুদ তারেকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হরেও তিনি রিসিফ করেননি। উল্লেখ, ৫ই আগষ্টের পর থেকে সুলতান মাহমুদ তারেক বিভিন্ন সময়ে গাড়ী বহর নিয়ে তানোরে এসে নিজেকে বিএনপির দলীয় সাংমদ পদে মনোনয়ন প্রত্যাশী ঘোষনা দিয়ে শোডাউন দিয়ে জনসংযোগ করছেন। 

সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages