ভোটার হতে এসে আনোয়ারায় ধরা খেলেন আসল ও নকল পিতাসহ রোহিঙ্গা তরুণী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 11 December 2024

ভোটার হতে এসে আনোয়ারায় ধরা খেলেন আসল ও নকল পিতাসহ রোহিঙ্গা তরুণী

একুশে মিডিয়া, ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের আনোয়ারায় একজনকে বাবা সাজিয়ে ভোটার হতে এসে ধরা পড়লেন সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা তরুণী।  

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আরোয়ারা উপজেলার নির্বাচন অফিসে ছবি তুলতে এসে ধরা পরেন এই রোহিঙ্গা তরুণী।

এসময় সঙ্গে থাকা তরুণীর নকল বাবা পরিচয় দেওয়া মোহাম্মদ ইসমাইল তার আসল বাবা মোহাম্মদ তৈয়বকে আটক করা হয়।

জানা গেছে, ওই তরুণী পরিবারসহ গত কয়েক বছর ধরে আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নে বসবাস করে আসছেন।

পাশাপাশি আনোয়ারা কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান নামে একটি পোশাক করাখানায় চাকরি করেছেন ওই তরুণী। ভোটার হতে স্থানীয় জুইঁদন্ডী ইউনিয়ন থেকে জন্মসনদ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরে  চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা থেকে জন্ম নিবন্ধন করেন ওই তরুণী। অভিযোগ রয়েছে তার কাজের সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহীম। যদিও বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহীম।  

আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, সুমাইয়া নামে ওই তরুণী ভোটার হতে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই তরুণীর কথায় নথিপত্রের গরমিলে পেয়ে তাকে আটক করি।  তার সঙ্গে থাকা আসল নকল দুই পিতাকেও আটক করা হয়েছে। কাজের সঙ্গে অন্যকেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages