ওসমান হোসাইন.কর্ণফুলী চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (দশ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার আবদুল জলিল চৌধুরী কলেজের সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তবে দুর্ঘটনায় মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিক নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
জানা গেছে, ওই নারী হেঁটে রাস্তার জেব্রা ক্রস দিয়ে পার হচ্ছিলেন। এ সময় শহর থেকে কক্সবাজার মুখী প্রাণ গ্রুপের দ্রুতগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ - ১২-০৯ ৫৩) এর ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেন স্থানীয়রা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আরও জানতে কমেন্ট লিংক ভিজিট করুন। সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। মতামত থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
No comments:
Post a Comment