কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা ২০২৫ -২৬ সেশনের নবগঠিত কমিটির সভাপতি নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোক্তার হোসাইন সিকদার। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার এ.জে চৌধুরী কলেজ মাঠে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটিতে নুরুল হোসাইন সভাপতি ও মোক্তার হোসাইন সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৪ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ একমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
নবগঠিত কমিটির সভাপতি মাওলানা নুরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মুহাম্মদ তসলিম,কেন্দ্রীয় উপদেষ্টা জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম লুৎফর রহমান, দক্ষিণ জেলা উপদেষ্টা,দ.জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক,দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা আসাদুল্লাহ ইসালামাবাদী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ আইয়ুব।সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment