আনোয়ারায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 December 2024

আনোয়ারায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

একুশে মিডিয়া ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের আনোয়ারায় মেহেদি অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দিদারুল ইসলাম (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর পেছনে থাকা আরো দুই আরোহী।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে দুর্ঘটনা ঘটে।

দিদারুল ইসলাম উপজেলার বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের ছেলে। আহতরা একই গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো. মারুফ (১৮) আলী হোসেনের ছেলে আহমেদ হোসেন (১৯)

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার রাতে তিন বন্ধু মিলে মোটরসাইকেল করে বটতলী বাজার এলাকায় মেহেদী অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় তালুকদার ক্লাবের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় দিদারুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages