কর্ণফুলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 December 2024

কর্ণফুলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। ১৪ ডিসেম্বর (শনিবার) বিকাল ঘটিকায় উপজেলা মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  আলোচনা সভা  অনষ্ঠিত হয়। উক্ত  আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন  উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষক কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু।

আলোচনা সভায় বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, কর্ণফুলী থানা (সিএমপি) ওসি তদন্ত মোঃ শফিকুল  ইসলাম পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাবুল চন্দ্র নাথ, পল্লী বিদ্যুৎ ডিজিএম, এমরান গনি, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দ্বিজেন ধর, সমাজ সেবা অফিসার, সবুর আলী, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, মোহাম্মদ শাহাবুদ্দিন,

প্রোগ্রাম অফিসার, ফাতেমা জান্নাত স্বর্ণা, নির্বাচন কর্মকর্তা, মাহাবু আকতার ভূইয়া।

আরও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা  এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ এবং গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসররা পরিকল্পিতভাবে বেছে বেছে দেশের মেধাবী শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিকসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। এর মাধ্যমে তারা একটি মেধাশূন্য বাংলাদেশ তৈরির ষড়যন্ত্র করেছিল।

সভাপতি উপজেলা নির্বাহী  অফিসার মাসুমা জান্নাত (ইউএনও) বলেন এই দিনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। একইসঙ্গে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, তাদের আদর্শ এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য।

সন্ধ্যায় উপজেলা শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ মোমবাতি প্রজ্বলন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages