মোহাম্মদ এরশাদ:
নারী - কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এফএসটিআইপি এ্যাক্টিভিটির উদ্যোগে গত সোমাবার (২ ডিসেম্বর) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র্যালী শেষে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরল ইউপি সদস্য ফাতেমা বেগম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলমগীর চৌধুরী, ইউপি সদস্য রহিমা বেগম, নাছিমা আকতার, সহকারী শিক্ষক ও আব্দুল করিমসহ সরল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভায় বক্তারা বলেন, সুযোগ ও পরিচর্যা পেলে নারী ও কন্যা শিশুরা পুরুষদের চেয়েও বেশি অবদান রাখতে পারে সমাজে। এ লক্ষ্যে প্রয়োজন নারী ও কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা ও নির্যাতন রোধ করা।
No comments:
Post a Comment