আইনজীবী আলিফ হত্যা মামলায় দুই আসামির রিমান্ড - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 6 December 2024

আইনজীবী আলিফ হত্যা মামলায় দুই আসামির রিমান্ড

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ( ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালত আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- চন্দন দাস (৩৫) রিপন দাস (২৭)

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় আসামি চন্দন রিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে চন্দন দাসের সাতদিন রিপন দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ( ডিসেম্বর) দিবাগত রাতে ভৈরব উপজেলা থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিফ হত্যায় জড়িত আরেক আসামি রিপন দাসকে আনোয়ারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে মামলা করেন।

গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages