কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ কেটে দিল দূর্বৃত্তরা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 December 2024

কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ কেটে দিল দূর্বৃত্তরা

রবিউল ইসলাম , ঝিনাইদহ:

ঝিনাইদহ কালীগঞ্জে ১০ কাঠা জমির লাউ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মাঠে। ক্ষেত মালিক নজির আহম্মেদ বেশ টাকা খরচের মাধ্যমে ক্ষেতে লাউ ধরা শুরু হয়েছিল। কিন্ত গত রাতে কেবা কারা সব লাউ গাছের গোড়া থেকে কেটে দিয়েছে। এখন কি করে সংসার চালাবেন বলছেন আর কান্নায় মাঠের বাতাস ভারি করছেন। ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহম্মেদ কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মৃত তছের আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহম্মেদ জানান, তার বাড়ির কাছাকাছি মাঠের ১০ কাঠা জমিতে লাউয়ের চাষ করেছেন। পর্যন্ত গাছের পরিচর্যা করে বেশ পয়সা খরচে ক্ষেতে বান দিয়েছেন। দায়দেনার মাধ্যমে প্রায় ৫০ হাজারের অধিক টাকা খরচ করেছেন। সবেমাত্র লাউ ধরা শুরু হয়েছে। পর্যন্ত প্রায় ১২ হাজার লাউ বিক্রি করেছেন। পুরোপুরি লাউ ধরা শুরু হয়েছে এখন এক দিন পর পর ১২০/১৩০ টি করে লাউ তুলে প্রতিটা ৩৫/৪০ টাকায় বিক্রি করছেন। কিন্ত শুক্রবার ভোরেও ক্ষেতের লাউ তুলতে গিয়ে দেখলেন তার সব লাউগাছ গোড়া থেকে কেটে দিয়েছে। তিনি বলেন, জীবনে তার সঙ্গে কারও কোনদিন গোলমাল হয়নি।

তিনি কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। কারও সঙ্গে কোনদিন ভূল বোঝাবুঝিরও ঘটনা ঘটেনি। কারও কোনদিন ক্ষতি করেননি। কিন্ত কারা তার এতো বড় ক্ষতি করলো। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী মহিদুল ইসলাম জানান, তাদের গ্রামের মধ্যে নজির আহম্মেদ একজন নিরীহ শান্ত প্রকৃতির মানুষ। সে জীবনে কারও জোরে কথা বলেছে বা কারও কোন ক্ষতি করেছে এমন কোন নজির নেই। অথচ রাতের আধারে কে বা কারা তার ধরন্ত লাউ গাছগুলো কেটে দিয়ে বিরাট ধরনের ক্ষতি করে দিয়েছে। তিনি বলেন, খবর শুনে সকালে তার লাউ ক্ষেতে গিয়েছিলেন। অসংখ্য লাউ বানে ঝুলছে। কিন্ত গাছগুলোর গোড়া থেকে কেটে দেয়া। ধরন্ত ক্ষেত কেটে দেয়া পশুবৃত্তি ছাড়া আর কিছুই না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, লাউ ক্ষেত কেটে দিয়েছে এমন অভিযোগ পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। একজন কৃষকের ধরন্ত ক্ষেত নষ্ট করাটা অমানবিক পশুবৃত্তির মত।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages