একুশে মিডিয়া, প্রতিবেদন:
বাঁশখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সিডিডি'র কারিগরি সহযোগিতায়, লিলিয়ান ফন্ডস (এলএফ)এর আর্থিক সহযোগিতায় - ই আই ই আই প্রকল্পের অধীনে উপজেলার ৬ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ হুইল চেয়ার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ এলাকায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহামামদ জামশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, প্রোগ্রাম অফিসার রাজেশ রতন মল্লিক এবং সার্বিক সহযোগিতায় ফিল্ড মবিলাইজার প্রভাষ চন্দ্র রায়,আম্বিয়া খাতুন, ইকরাম আলী ও রুপসী রানী ভট্রাচার্য্য কমিউনিটি ইন্টার্ন মোতমাইন্নাতুল জান্নাত ও মর্জানা আক্তার প্রমূখ।
No comments:
Post a Comment