রবিউল ইসলাম, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে ও উসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি। গরুর গাড়ি ও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শহরে বিজয় র্যালী বের করে উপজেলা ও পৌর বিএনপি।দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত¡রের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সকাল ১১ টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এর নেতৃত্বে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিশাল বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ করে পরে সুসজ্জিত র্যালীটি শহরের মেইন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবি দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দীর্ঘ ১৭ বছর কালীগঞ্জসহ সারাদেশের মানুষ মনখুলে বিজয় র্যালী করতে পেরেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে র্যালীতে অংশগ্রহণ করায় জনস্রোতে পরিণত হয়েছে। অনেক বছর পর এমন একটি বিজয় র্যালী কালীগঞ্জের মানুষ দেখতে পেয়েছে। মানুষের এমন স্বতস্ফুর্ত অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
No comments:
Post a Comment