সবজির কার্টুন ৪২ হাজার ডলার সমান সৌদি রিয়াল সহ যাত্রী আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 3 December 2024

সবজির কার্টুন ৪২ হাজার ডলার সমান সৌদি রিয়াল সহ যাত্রী আটক

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকার সমান সৌদি রিয়াল, ওমানি রিয়াল ইউএই দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার ( ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশির মাধ্যমে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন নম্বর গেইটে এনএসআই এবং কাস্টমস টিম অভিযান পরিচালনা করে।

তার ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন।  

বিমানবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল।

তার সবজির কার্টনে লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫  লাখ ৭৮ হাজার টাকা),৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে লাখ ৭৮ হাজার ২৫০ টাকা)  এবং হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে লাখ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।  

যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন। তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি ( হাজার ইউএস ডলারের সমান) মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে, যা জব্দ হবে। এনএসআইর সুপারিশে কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages