কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় নিরাপদ সড়কের জন্য সড়ক পরিবহন আইনে ৩ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা।
০৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড়ের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার,মাসুমা জান্নাত।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ও কর্ণফুলী থানা(সিএমপি)পুলিশ একটি টিম সহায়তা করেন।
সড়ক পরিবহন আইন ২০১৮অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, গাড়ির লাইসেন্স ইত্যাদি ব্যাতিরেকে গাড়ি চালানোয় ৩ জন ড্রাইভারকে ও ১ জন সুপারভাইজারকে ৩ টি মামলায় মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত বলেন,কর্ণফুলীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজকের অভিযানে আইন লঙ্ঘনকারী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান মূলত সড়কে শৃঙ্খলা ফেরানো, যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই এবং সড়ক পরিবহন আইন মেনে চলার গুরুত্ব জন্য। এ ধরনের অভিযান সড়ক দুর্ঘটনা কমাতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment