কর্ণফুলী কলেজ বাজারে খাদ্য ভান্ডার নিয়ে ফ্রেশ এন্ড সেইফ'র উদ্বোধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 8 December 2024

কর্ণফুলী কলেজ বাজারে খাদ্য ভান্ডার নিয়ে ফ্রেশ এন্ড সেইফ'র উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাস্থ শিকলবাহা কলেজ বাজারে খাদ্য ভান্ডার নিয়ে ফ্রেশ এন্ড সেইফ' নতুন শাখা শুভ উদ্বোধন হয়েছে। ৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ঘটিকায় শিকলবাহা কলেজ বাজারে ফ্রেশ এন্ড সেইফ নতুন শাখা উদ্বোধন করেন চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট,মোহাম্মদ জামাল উদ্দিন।

বিশেষ  অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন শিকলবাহা কলেজ বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ সভাপতি, মুহাম্মদ  ওসমান হোসাইন, কর্ণফুলী ফুড এন্ড বেভারেজ এসোসিয়েশন সভাপতি, মোহাম্মদ দিদারুল আলম খাঁন, ফ্রেশ সী ফুড প্রোপাইটর, জানে আলম ফরিদ, ডেকোটেক প্রোপাইটর, মোহাম্মদ দিদারুল আলম, চরপাথর ঘাটা ইউপি সদস্য, আনোয়ার মেম্বার, জয়নাল আবেদিন (মধু) নাজমুর রহমান মিনহাজ প্রমূখ।

ফিতা কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথি বৃন্দ বলেন কলেজ বাজারে ফ্রেশ এন্ড সেইফ খাদ্যপণ্যের গুণগতমান নিশ্চিত করে আধুনিক অনেক বেকারি খাদ্য ভান্ডার নিয়ে  যাত্রা শুরু করেছে।

ফ্রেশ এন্ড সেইফ কর্ণধার বলেন ভেজালমুক্ত রুচি তৃপ্তিতে সম্পূর্ণ ভেজালমুক্ত পণ্য সরবরাহে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যহত থাকবে অনবরত। এই জনপদের জন্য অভিজাত খাদ্য ভান্ডার নিয়ে কেক, চমুচা, রুল, পেস্ট্রি, মিষ্টি, ড্রাই ফুড, ঝাল আইটেমসহ ৩০ পদের পণ্য থাকছে আমাদের শো রুমে। আমাদের পণ্যের স্বাদ নিতে অন্তত একবার শোরুমে আসুন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages