তানোরে শান্তিপূর্ণ ভাবে বড়দিন উদযাপন ইউএনও'র শুভেচ্ছা ও কুশল বিনিময় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 December 2024

তানোরে শান্তিপূর্ণ ভাবে বড়দিন উদযাপন ইউএনও'র শুভেচ্ছা ও কুশল বিনিময়

সাইদ সাজু, তানোর থেকে:

রাজশাহীর তানোরে ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। শুভ বড় দিন উপলক্ষে যিশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা এবং অতীত জীবনের পাপ মোচনের জন্য প্রার্থনার পাশাপাশি একে অপরের সাথে শুভেচ্ছা কুশল বিনিময় করেন ভক্তরা। একই সাথে ধর্মীয় আনন্দ ছড়িয়ে দিতে নানা আয়োজন করা হয় গির্জা গুলোতে।

বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার মুন্ডুমালা পৌর সদরে অবস্থিত সাধু জনমেরি জিয়ার্নী গীর্জাসহ উপজেলার বিভিন্ন এলাকার ১শ' ২৭ টি গির্জায় প্রার্থনা এবং কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসব শুরু হয়। বাইবেল পাঠ যিশু খ্রিস্টের জীবন ত্যাগ নিয়ে আলোচনা ভক্তদের মধ্যে গভীর ভাবগাম্ভীর্য তৈরি করে। উৎসবের আগের দিন সন্ধ্যায় তানোর উপজেলার খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জায় সাজানো হয়।  

তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম  মুন্ডমালা পৌর এলাকার মাহালী পাড়া সাধু জনমেরি জিয়ার্নী গীর্জায় উপস্থিত হয়ে খৃস্টান ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা কুশল বিনিময় করেন। এসময় মুন্ডমালা মাহালী পাড়ার সাধু জনমেরি জিয়ার্নী গীর্জার ফাদার বারনাস টুডু, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ্রিস্টান ধর্মীয় নেতা কামিল মার্ডিসহ ভক্তরা উপস্থিত ছিলেন। 

তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার ১শ' ২৭টি গীর্জায় শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে খৃস্টান ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব বড় দিন। বড়দিন উদযাপন উপলক্ষে সরকারী ভাবে প্রতিটি গীর্জায় ৫শ' কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির মধ্যে দিয়ে মিলে মিশে এক সাথে বসবাস করে আসছেন, এবছরও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে বড় দিন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages