সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন গোদাগাড়ী সার্কেল সিনিয়র এএসপি মীর্জা আব্দুস সালাম। খৃষ্টান ধর্মালম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব বড় দিন শান্তিপূর্ণ ভাবে উদযাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে তিনি সরেজমিনে গিয়ে বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন।
এসময় তিনি খৃষ্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলার মুন্ডমালা পৌর এলাকার মাহালী পাড়ার সাধু জনমেরি জিয়ার্নী গীর্জায় গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেয়ার পাশাপাশি খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্ডমালা মাহালী পাড়া সাধু জনমেরী জিয়ার্নী গীর্জার ফাদার বারনাস টুডুসহ ভুক্তরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment