চৌদ্দগ্রামে মহাসড়কে আন্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 8 December 2024

চৌদ্দগ্রামে মহাসড়কে আন্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি

এম হাসান, কুমিল্লা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আন্ডার পাস নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং এলাকাবাসী। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। ৮ই ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকা থেকে শুরু হয় উক্ত মানববন্ধন কর্মসূচি।

স্থানীয় জনসাধারণের এর দাবি  পূরণ এর লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি তে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা তোফায়েল হোসেন জুয়েল।

এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, শহীদুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল,উজিরপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিয়াজী কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,আরাফাত রহমান ককো স্মৃতি সংসদ এর কুমিল্লা জেলা সহ-সভাপতি তুহিন খান রৌদ্র, উপজেলা ছাত্রদল নেতা হাসান ইমাম জুয়েল, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, যুবদল নেতা রোবেল, মাসুদ, খলিল, স্বেচ্ছাসেবক দলনেতা খন্দকার আলমগীর হোসেন, মিয়াবাজার হোটেল গ্রামীণ রেস্তোরাঁ পরিচালক সোহেল হাজারী, ব্যবসায়ী ইকবাল হাজারী, মিয়াবাজার মোবাইল এসোসিয়েশন এর পক্ষে বক্তব্য প্রদান করেন ইভান টেলিকম এর পরিচালক জনি, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, মিয়াবাজার ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী সুমাইয়া জাফরিন, মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী আয়েশা আন্জুম, ইনজামামুল হক রাফি সহ আরো অনেকে।

এসময় উক্ত মানববন্ধন কর্মসূচি তে বিভিন্ন প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে মহাসড়ক এর দুপাশে বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী পথচারী বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যাস্ততম সড়ক প্রতিদিন সড়কে শতশত যানবাহন যাতায়াত করে থাকে মহাসড়ক এর এই মিয়াবাজার এলাকায় রয়েছে একটি কলেজ, টি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এছাড়া হাজার হাজার জনসাধারণ এর সমাগম ঘটে এই মিয়াবাজার, কিন্তু একটি আন্ডারপাস সড়ক না থাকায় প্রতিবছর এই সড়ক পারাপারের সময় দূর্ঘটনার স্বীকার হয়ে থাকে অসংখ্য মানুষ, আর তাই এলাকার জনসাধারণের প্রাণের দাবি সংশ্লিষ্ট অধিদপ্তর সড়ক দূর্ঘটনা প্রতিরোধে একটি আন্ডারপাস সড়ক নির্মাণ করে এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব করবে এমনটাই কামনা করেছেন এখানকার ভুক্তভোগী জনসাধারণ। 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages