কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় নানা সিদ্ধান্ত গৃহীত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 26 December 2024

কালীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় নানা সিদ্ধান্ত গৃহীত

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

চুরি,ছিনতাই, ডাকাতি, প্রতারণামূলক কর্মকান্ড,শহরে ফুটপথ উচ্ছেদ,যানজট নিরসন, বাজারের মধ্যের বড় ব্রীজে লাইটিং বৃদ্ধি, কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ করে ফসলি জমি রক্ষা করা, বাল্য বিয়ে নারী নির্যাতন প্রতিরোধ, মাদক বিক্রি বন্ধ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে কার্যকারী ভুমিকাসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার, হুমায়ুন কবির সোহাগ প্রমুখ। এছাড়া সভায় সহকারী কমিশনার (ভূমি)শাহীন আলম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম খাসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কালীগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় অসন্তোষ প্রকাশ হাইওয়ে রোডে দুর্ঘটনা বৃদ্ধিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কার্যকারী ভুমিকা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় হাইওয়ে পুলিশের ওসি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে আগামী সভায় তার উপস্থিতি নিশ্চিতে কার্যকারী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, মাদক বিক্রি বন্ধ, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগ গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবেন। এছাড়া মাটি কাটা বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং মোবাইল কোর্টসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages