বাঁশখালীতে লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত-২০, গুলিবিদ্ধ ৫ জনকে চমেক হাসপাতালে প্রেরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 December 2024

বাঁশখালীতে লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত-২০, গুলিবিদ্ধ ৫ জনকে চমেক হাসপাতালে প্রেরণ

একুশে মিডিয়া, ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণের মাঠ দখল কে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে কবির আহমদ গ্রুপের জন গুলিবিদ্ধ হয়েছে। অপর দিকে মেম্বার মনছুর আলমের গ্রুপের জন আহত হয়েছেন। সোমবার ( ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় ঘটনা ঘটে। এতে কবির আহমদ গ্রুপের পাঁচ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহদের মধ্যে সরল নং ওয়ার্ডের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৭), একই এলাকার আবুল হোসেনের পুত্র মোঃ নেজাম উদ্দিন (৩২), আহমদ উল্লাহর পুত্র জয়নাল আবেদীন (২৮), মোঃ আলীর পুত্র মোঃ জবেদ (২২) মৃত লোকমানের পুত্র মোঃ ইসমাঈল (৫০) অপর দিকে মনছুর গ্রুপের পক্ষে মৃত বশির আহমেদর পুত্র আব্দুল খালেক (৩৮) ফকির আহমদের পুত্র মিনহাজ উদ্দীন (২৫) আহত হয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর জন কে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

বিষয়ে মনছুর গ্রুপের মনছুর আলম জানান, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি। বন বিভাগের জায়গা নিয়ে দুপক্ষের মারামারি হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানি না।

ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। বন বিভাগের জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages