তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 17 December 2024

তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সাইদ সাজু, তানোর থেকে:

রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর)) দিন ব্যাপি তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সুচনা করে শহীদ বেদীতে পুষ্প্রস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিজয় মেলার উদ্বোধন, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

তানোর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসুচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক। তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব শেখ, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান।

উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বে-সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। অপর দিকে সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত   বে-সরকারি ভবনেসহ, সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

উপজেলা প্রশাসনের পাশাপাশি তানোর মুন্ডমালা পৌর কর্তৃপক্ষ উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। অপর দিকে তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লার নেতৃত্বে তানোর পৌর বিএনপি অংগ সহযোগী সংগঠনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপর দিকে তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান সুজন প্রমুখ। এছাড়াও তানোর উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। 

সংবাদটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages