চট্টগ্রাম বাঁশখালী টু সিলেট ও রংপুর সফর-২০২৪ যাত্রা শুরু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 December 2024

চট্টগ্রাম বাঁশখালী টু সিলেট ও রংপুর সফর-২০২৪ যাত্রা শুরু

একুশে মিডিয়া প্রতিবেদন:


বাঁশখালী অটোরিক্সা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিষ্ট্রেশন নম্বর চট্ট- ২৩৭৩ এর আয়োজনে প্রতি বছরের ন্যায় বছরও এই সফরের আয়োজন করেন অত্র সিএনজি শ্রমিক ইউনিয়ন। এবারে সফল স্থান হলো সিলেট হযরত শাহ্ জালাল (রহমাতুল্লাহি আলাইহি) হযরত শাহ্ পরাণ (রহমাতুল্লাহি আলাইহি) এর মাজার জিয়ারত এবং  ভ্রমণ স্থান হলো সিলেট জাফলং, টাঙ্গাইল  যমুনা সেতু রংপুরের ভিন্ন জগৎ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ২০২৪ সন্ধ্যায় বাঁশখালী অটোরিক্সা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় গুনাগরী থেকে বাস যোগে যাত্রা শুরু করেন সফরের যাত্রীর।

এবারের সফরে রয়েছেন, বাঁশখালী অটোরিক্সা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহমুদুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ মনছুর ক্রিডা সম্পাদক আবু ছালেক সহ প্রায় ৬০ জন যাত্রী। সভাপতি মোহাম্মদ মাহমুদুল ইসলাম সকলের কাছে দোয়া ছেয়ে যাত্রা শুরু করেন।

যাত্রাকলে সফর যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ। তিনি সকলের সুস্বাস্থ্য সফলতা কামনা করেন।  এই সফল আয়োজনে দায়িত্বে রয়েছেন, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ   মোহাম্মদ হাসেম।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages