এইচ.এম. শহিদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এবিসি আঞ্চলিক মহাসড়ক হাজি বাজার এলাকায় আজ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার সময় চট্টগ্রাম মুখি সিএনজি ও পেকুয়া মুখি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা পিতা ও ছয় মাসের শিশু সন্তান সহ ড্রাইভার এবং যাত্রী ৫ জন নিহত আহত ৩ জন।
নিহতরা হলেন- মধ্যম মাদার্শা আলিশা ফকির বাড়ী হাট হাজারীর এলাকার মুন্সী মিয়ার পুত্র ফিরুজ(৪৯) ও তাহার স্ত্রী শাহিনা আক্তার(২৯) পিতার বাড়ি (কুমিল্লা লাকশাম)৬ মাসের শিশু সন্তান জাহেদ।
পেকুয়া উজানটিয়া নতুন ঘোনা এলাকার মৌঃ বজল আহমদ এর পুত্র কারী আব্দুর রহমান(৩৫)। পেকুয়া ধনি কাঁটা এলাকার সৈয়দ আহমদ এর পুত্র সিএনজি ড্রাইভার মনিরুল মুন্না(২০)। আহতরা হলেন- নিহত ফিরোজ এর দুই পুত্র ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছে। অপর জন ঢাকা সোনারগাঁও মূরগা পাড়া দোলতপুর এলাকার মৃত নুরুল ইসলাম এর পুত্র আল আমিন বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছেন।
No comments:
Post a Comment