কর্ণফুলী প্রতিনিধি:
দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বর্ণাঢ্য আয়োজনে দিবস পালন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী সচেতনতা মূলক র্যালি ও বেলুন উড়িয়ে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রয়া ত্রিপুরা,মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, দুপ্রক কর্ণফুলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ,পুরস্কার বিতরণ আলোচনা সভা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথের সভাপতিত্বে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ মিলায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। বিশেষ অতিথি আবদুল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন টিপু,দুপ্রক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মোবারক হোসেন, সঞ্চালনায় সাংবাদিক মোহাম্মদ ওসমান হোসাইন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। চ্যাম্পিয়ন হয় আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ, রানার্স আপ চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের ছাত্রী সুরাইয়া।
উল্লেখ্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা চারটি শিক্ষা প্রতিষ্টানে ছাত্র -ছাত্রীদের মাঝে ৩৫২টি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ মধ্যে ব্যাগ, জ্যামিতি বক্স, পার্স, ছাতা, টিপিন বক্স, পানির পট, পেনষ্ট্যান্ড, স্কেল, খাতা।
No comments:
Post a Comment