একুশে মিডিয়া ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী বর্ণিল ফুল উৎসব। বাহারি রঙ ও সৌরভ ছড়ানো ১৩৬ প্রজাতির দুই লাখেরও বেশি ফুলে সজ্জিত পার্কটি উৎসবের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে পার্কটি। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।
বিশেষ আয়োজন:
এবারের উৎসবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, পিঠাপুলি উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন। প্রদর্শনীতে রাখা হয়েছে প্রায় ২০০টি চিত্রকর্ম, যেখানে দর্শনার্থীরা নিজেদের ক্যারিকেচার আঁকানোর সুযোগ পাবেন। প্রতিদিন বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠান:
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
ডিসি পার্কের বিশেষ বৈশিষ্ট্য:
১৯৪ একর এলাকাজুড়ে বিস্তৃত এই ডিসি পার্কে রয়েছে তিনটি বৃহৎ পুকুর, স্থায়ী ফুলের বাগান, টিউলিপ গার্ডেন, শিশুদের খেলার মাঠ, ফুড কোর্ট, সেলফি কর্নার এবং সানসেট ভিউ পয়েন্ট। দর্শনার্থীদের জন্য রয়েছে হেঁটে চলার উন্মুক্ত স্থান, ভাসমান ফুল বাগান, রেস্টুরেন্ট, ভিআইপি জোন, কন্ট্রোল রুম এবং পাবলিক টয়লেট। ফুল উৎসবের মাধ্যমে সীতাকুণ্ড ডিসি পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন ঘটিয়ে পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। আয়োজকরা আশা করছেন, এ বছর দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক উপস্থিতি এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করবে।
No comments:
Post a Comment