আলীকদমে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 January 2025

আলীকদমে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

একুশে মিডিয়া, বান্দরবান  প্রতিবেদন:

বান্দরবানের আলীকদম উপজেলায় ডাম্পার ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলীকদম উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়ার মিনহাজ (১৮) এবং চেয়ারম্যান পাড়ার মো. সৈয়দ আমিন (৪৫)

ঘটনার বিবরণ:

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দীন জানান, নিহতদের মধ্যে মো. বেলাল পেশায় ঝালমুড়ির দোকানদার ছিলেন। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে বাকি দুজনকে নিয়ে আলীকদম বাজারে ফিরছিলেন। সঙ্গী মিনহাজ সৈয়দ আমিন পেশায় শ্রমিক। বেলাল তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, ঘরে রয়েছে স্ত্রী দুটি ছোট সন্তান।

প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় দ্রুতগতির ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা প্রশাসনের সহায়তা:

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মমিন জানান, নিহতরা সকলেই আলীকদম উপজেলার স্থানীয় বাসিন্দা। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

মন্তব্য:

দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages