মধ্যপ্রাচ্যের শীতল আবহাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে ভারী বর্ষণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 January 2025

মধ্যপ্রাচ্যের শীতল আবহাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে ভারী বর্ষণ

একুশে মিডিয়া ডেস্ক:

চলতি বছর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও তীব্র শীত পড়েছে। এর মধ্যেই শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। খবর গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতে সাতটি আমিরাত রয়েছে: রাজধানী আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুধু আজমান ব্যতীত বাকি ছয়টি আমিরাতে বৃষ্টিপাত হয়েছে।

বর্ষণের স্থানগুলো:

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুবাইয়ের আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা এবং আল জাদাফসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। আবুধাবির ঘানাদাহ এলাকায় ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে।

রাস আল খাইমার ঘালিলা আধেন, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম, সুহাইলা, শারজাহর আল ধাইদ এবং উম্মুল কোয়াইনের আল রাওদা এলাকায় হালকা থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।

আবহাওয়ার সতর্কতা:

বৃষ্টিপাত মেঘলা আবহাওয়ার সঙ্গে কুয়াশাও যোগ হয়েছে। কারণে আবহাওয়া দপ্তর জনগণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়িচালকদের ধীরে সতর্কভাবে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, আবহাওয়ার এই অবস্থায় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages