একুশে মিডিয়া, ডেস্ক:
হযরত আমানত শাহ (রহ.) শরিফের দরগাহ সাজ্জাদানশীন মোতোয়ালি ও শাহ আমানত (রহ.) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের জানাজা আগামী সোমবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ আসতে দেরি হওয়ায় রবিবার (১৯ জানুয়ারি) এর পরিবর্তে সোমবার জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন সকালে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আনা হবে। সেখানে প্রথম জানাজার পর, আমানত শাহ (রহ.) দরগাহ শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাবাজান কেবলার রওজা মোবারকের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এছাড়া, গত ৯ জানুয়ারি বাংলাদেশ সময় রাত পৌনে নয়টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
পরিবার সূত্রে আরও জানানো হয়, সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান গত অক্টোবরে মেয়েকে দেখতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
No comments:
Post a Comment