চট্টগ্রাম বিমানবন্দরে মানবপাচারকারী আটক, এনএসআই তথ্যে অভিযান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 January 2025

চট্টগ্রাম বিমানবন্দরে মানবপাচারকারী আটক, এনএসআই তথ্যে অভিযান

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিমের গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ একজন মানবপাচারকারীকে আটক করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় ফেনীর ফাজিলপুরের বাসিন্দা ইফতেখারুল আলম রনিকে আটক করা হয়। তিনি মহসিনা বেগম নূরের জামানের ছেলে।

ইফতেখার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। সূত্র জানায়, তিনি মানবপাচার চক্রের অন্যতম হোতা এবং তার বিরুদ্ধে মানবপাচারের বিভিন্ন অভিযোগ রয়েছে।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নং-, জেলা দায়রা জজ, কুমিল্লায় ইফতেখারের বিরুদ্ধে একটি মামলা চলমান। এছাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন, ২০১২ এর ///১০ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৫, তারিখ ১১ জানুয়ারি ২০২৫।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, ইফতেখারের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশ মামলার এজাহার দাখিল করেছে। তিনি এনএসআই কর্তৃক টপ লিস্টেড অপরাধী হিসেবে চিহ্নিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages