চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুই প্রতারক আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 January 2025

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুই প্রতারক আটক

একুশে মিডিয়া, প্রতিবেদন:


চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশ এনএসআইয়ের যৌথ অভিযানে নগরীর লালদীঘি এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয়

আটক ব্যক্তিরা হলেন:

  • মো. জুম্মান (২০): পাহাড়তলী থানাধীন খুলশী সেগুন বাগান এলাকার গোলাম রসুলের ছেলে।
  • মো. ফিরোজ (২০): একই এলাকার মো. আসলামের ছেলে।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন,

"এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লালদীঘি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছিল।"

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান সতর্কতা

ধরনের প্রতারণা প্রতিরোধে পুলিশ গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের এসব বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages