মোরেলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উৎসবমুখর পরিবেশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 13 January 2025

মোরেলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উৎসবমুখর পরিবেশ

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। "জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" স্লোগানে আয়োজিত এই মেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উদ্ভাবকরা অংশ নেন।

মেলায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবিত ধারণা প্রজেক্ট প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলা চত্বরে দুইদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আঞ্জুমানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার এইচ এম মোল্লা জামাল এবং সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল অফিসার মাসুদুর রহমান।

সময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। স্টল পরিদর্শন উদ্বোধনী সেমিনার শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসব স্টলে শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। মেলার এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে নতুন ধারণা আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages