একুশে মিডিয়া, প্রতিবেদন:
অন্তবর্তী সরকারের উদ্যোগে চাল আমদানির প্রক্রিয়া জোরদার হয়েছে। একের পর এক চালবোঝাই জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। রোববার (১২ জানুয়ারি) ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬,৯৩৫ টন চাল নিয়ে আসা ‘এমবি এসডিআর ইউনিভার্স’ নামের জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে। এটি এ সরকারের আমলে আমদানি করা চালের দ্বিতীয় জাহাজ।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চালের প্রথম জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাতে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় জাহাজটি জেটিতে আনা হয়। নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল ৫টা থেকে চাল খালাস শুরু হয়।
মিয়ানমার থেকে চাল আমদানি:
এদিকে মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যে ১৪-১৫ জানুয়ারি বন্দরে পৌঁছাবে দুইটি জাহাজ। ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন চাল, অপর একটি জাহাজে আসবে আড়াই হাজার টন চাল।
ভারত থেকে আগের চাল আমদানি:
গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV TANAIS DREAM’ জাহাজে ২৪,৬৯০ টন চাল চট্টগ্রাম বন্দরে আসে। নিয়মিত প্রক্রিয়ায় চালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে খালাস শুরু হয়। চালগুলো ট্রাকযোগে চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়।
পরিবহন প্রক্রিয়া:
খালাস করা চাল শতাধিক ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেশনে পৌঁছানো হচ্ছে। জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা আশা প্রকাশ করেন, ৭-৮ দিনের মধ্যে জাহাজ থেকে সব চাল খালাস সম্পন্ন হবে।
খাদ্য অধিদপ্তরের প্রতিশ্রুতি:
খাদ্য অধিদপ্তর জানিয়েছে, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি প্রক্রিয়া অব্যাহত থাকবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
No comments:
Post a Comment