একুশে মিডিয়া, ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ইটভাটায় বনাঞ্চলের কাঠ ব্যবহারের দায়ে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) পেকুয়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এবং পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা ইন্সপেক্টর মো. মুছাইবিল বিন রহমান।
অবৈধ পলিথিন:
অভিযানে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকার ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ ইটভাটা:
অপরদিকে, উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালিকানাধীন একটি লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ১৫-এর ৫ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের বক্তব্য:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিন বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। অভিযানে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
No comments:
Post a Comment