পেকুয়ায় অবৈধ পলিথিন ও ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জব্দ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 January 2025

পেকুয়ায় অবৈধ পলিথিন ও ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জব্দ

একুশে মিডিয়া, ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ইটভাটায় বনাঞ্চলের কাঠ ব্যবহারের দায়ে জরিমানা করা হয়েছে।

রোববার ( জানুয়ারি) পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এবং পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা ইন্সপেক্টর মো. মুছাইবিল বিন রহমান।

অবৈধ পলিথিন:

অভিযানে পলিথিন মজুদ বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ () এর () ধারায় পেকুয়া চৌমুহনী এলাকার ভাই ভাই স্টোরকে হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটা:

অপরদিকে, উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালিকানাধীন একটি লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ১৫-এর ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের বক্তব্য:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা নিষিদ্ধ পলিথিন বন্ধে উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। অভিযানে স্থানীয় প্রশাসন পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages