এইচ. এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন হয়েছে।
গত ১১ জানুয়ারি (শনিবার) বান্দরবানের মেঘলা পর্যটন এলাকার পর্যটন হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে এবং এসএমএ রহিমের সঞ্চালনায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন:
পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল কাদের, জমির উদ্দিন, এম সি সুসিল, দিদারুল ইসলাম (ইউপি সদস্য), কপিল উদ্দিন, জহির উদ্দিন, আমান উল্লাহ, সুলাল, আজিম, নাছির মবিন, মোসলেম উদ্দিন এবং কামরুল নাহার।
বক্তারা বলেন:
পল্লী চিকিৎসকরা গ্রামাঞ্চলের অসহায় মানুষের জন্য একমাত্র ভরসা। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি পল্লী চিকিৎসকদের যুক্ত করে উন্নত প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। বক্তারা দাবি করেন, পল্লী চিকিৎসকদের জন্য সরকারি প্রশিক্ষণ কর্মশালা চালু করা এবং তাদের দক্ষতাকে আরও শাণিত করার মাধ্যমে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা আরও জোরদার করা সম্ভব।
বিনোদনমূলক আয়োজন:
সাধারণ সভার শেষে পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে বেলুন খেলা, হাঁড়ি ভাঙা, চেয়ার খেলা এবং অন্যান্য বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
দুপুরের খাবারের বিরতির পর মেঘলা পর্যটন কেন্দ্র থেকে উচ্চ পাহাড়ি পর্যটন নীলাচল ভ্রমণ করা হয়। বিকেলে পেকুয়ার উদ্দেশ্যে সফর শেষ হয়।
উপস্থিত ব্যক্তিরা:
এই সাধারণ সভা ও বনভোজনে আরও উপস্থিত ছিলেন ইলিয়াছ, নুরুছফা, মো. আলী, শাহাবুদ্দিন, রিদওয়ান, ওসমান, শফিউল আলম, আবুবকর, সোহেল মানিক, এরশাদ, ফোরকান উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সমিতির সদস্যদের জন্য একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
No comments:
Post a Comment