বাঁশখালীর সরলে ১৭ বছর ধরে উপেক্ষিত রাস্তা, মানববন্ধনে জনস্বার্থে প্রতিবাদ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 January 2025

বাঁশখালীর সরলে ১৭ বছর ধরে উপেক্ষিত রাস্তা, মানববন্ধনে জনস্বার্থে প্রতিবাদ

একুশে মিডিয়া, ডেস্ক:

বাঁশখালী উপজেলার নম্বর সরল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের পূর্ব জঙ্গল পাইরাং এবং দেলা মার্কেট থেকে দুইল্লাজিরি পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে এই সড়কের কোনো সংস্কার হয়নি, যার ফলে প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, কৃষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন চলাচল করে, তবে রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারেন না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, "দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও রাস্তার সংস্কারের কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়া হয়নি।" তারা জানান, বর্ষাকালে এই রাস্তার কাদামাটির কারণে অন্তত ৫০০ স্কুল-কলেজের শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেন না। এমনকি এলাকার মানুষজনও দৈনন্দিন কাজে, স্বাস্থ্য সেবায়, স্কুল-মাদ্রাসায় যাওয়ার সময় নানা প্রতিকূলতার শিকার হন।

বিষয়ে বিএনপি নেতা আজগর বলেন, "এই রাস্তার সংস্কারের কাজ অতি দ্রুত না হলে, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বাঁশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।" তিনি আরও বলেন, "বিগত ১৭ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু কাজে কিছুই হয়নি।"

সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক তোফায়েল আহমদ চৌধুরী (দৈনিক গণকণ্ঠ), রফিউল করিম চৌধুরী (দৈনিক চট্টগ্রামের পাতা), মির আহমদ (বাঁশখালী প্লাস), মোহাম্মদ আমির হোসাইন (সদস্য সচিব, নম্বর সরল ইউনিয়ন বিএনপি), সিরাজুল মোস্তফা, রবিউল, ইউনুছ, নজরুল, আশেক সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা এসময় স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, "এই রাস্তা এলাকার মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক সংস্কার না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।"

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages