পেকুয়ার লবণ চাষীদের ওপর মহেশখালীর বাবু বাহিনীর গুলি বর্ষণ: আহত ১১, আটক ১ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 January 2025

পেকুয়ার লবণ চাষীদের ওপর মহেশখালীর বাবু বাহিনীর গুলি বর্ষণ: আহত ১১, আটক ১

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া করিয়ারদিয়া লম্বাঘোনায় লবণ চাষীদের ওপর মহেশখালীর বাবু বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ১৮ জানুয়ারি দুপুরে করিয়ারদিয়ার লম্বাঘোনায় বাবু বাহিনীর নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র দল লবণ চাষীদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে ১১ জন গুরুতর আহত হন।

পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাবু বাহিনীর একজন সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তি মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মো. হোসেনের ছেলে সাদেক হোসেন খোকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা প্রায় ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে। আহতদের মধ্যে রয়েছেন বদরখালীর নাসির উদ্দিন, জসিম উদ্দিন সরকার, সালাহউদ্দিন সাকা, দেলোয়ার, জসিম উদ্দিন (ইউসুফ নবীর ছেলে), দিলু আহমদ, বারেক মিয়া, জামাল উদ্দিন, বদর উদ্দিন, আবদুর রহিম, নুরুন্নবী প্রমুখ।

পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বাবু বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। লবণ চাষ মৎস্য চাষে বাধা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে গেলে সন্ত্রাসীরা পুলিশের সামনেই গুলিবর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু বাহিনী একটি সংঘবদ্ধ সশস্ত্র দল গঠন করে দুর্গম এলাকায় লুটপাট চাঁদাবাজি চালাচ্ছে। বাবুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৩৫টি মামলা রয়েছে। বাহিনী স্থানীয় রাজনীতিকদের ছত্রছায়ায় দীর্ঘ ১৫ বছর ধরে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages