পেকুয়ায় মসজিদের জমি দখল নিয়ে প্রবাসী পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 January 2025

পেকুয়ায় মসজিদের জমি দখল নিয়ে প্রবাসী পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উত্তর মাতব্বরপাড়া এলাকায় আমেরিকা প্রবাসী হাজী জামাল উদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত জামিলা খাতুন জামে মসজিদ হাফেজখানার জমি নিয়ে বিরোধ এবং হয়রানির অভিযোগ উঠেছে।

২০০৮ সালে আমেরিকা প্রবাসী হাজী জামাল উদ্দিন মসজিদ হাফেজখানার জন্য একটি জমি ক্রয় করেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তিনি ওই জমি দেখাশোনার দায়িত্ব দেন স্থানীয় জালাল উদ্দিনকে। পাঁচ-ছয় বছর দায়িত্ব পালন করার পর সম্প্রতি হাজী জামাল দেশে ফেরেন এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন অন্যান্য ব্যয়ের জন্য জমিতে দোকান নির্মাণের প্রস্তাব দেন। কিন্তু কেয়ারটেকার জালাল উদ্দিন জমি ফেরত দিতে অস্বীকৃতি জানান।

স্থানীয়ভাবে প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার সমস্যার সমাধান করার চেষ্টা হলেও কেয়ারটেকার জালাল উদ্দিন জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

অপপ্রচারের অভিযোগ:

হাজী জামাল উদ্দিন অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে কেয়ারটেকার জালাল উদ্দিন তার সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পুত্র শাহারুফ চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, মাদকাসক্তসহ নানা মানহানিকর অভিযোগ ছড়িয়েছেন। তিনি এসব অভিযোগ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

হাজী জামাল উদ্দিন বলেন, "আমার পুত্র শাহারুফ চৌধুরী কোনো ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। জমি ফেরত না দেওয়ার উদ্দেশ্যে একটি চক্র আমার পরিবারকে হয়রানি অপপ্রচারের মাধ্যমে দুর্নাম করার চেষ্টা করছে।"

আইনগত সহায়তার আবেদন:

হাজী জামাল উদ্দিন স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জমি দখলের ঘটনা তদন্ত এবং জালাল উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, মসজিদ হাফেজখানার জন্য জমি ব্যবহার নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

স্থানীয় সচেতন মহলও এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages