এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার গ্রুপের আয়োজনে তিনদিন ব্যাপী ৪র্থ স্কাউট প্রশিক্ষণ, বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন রোভার ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ১০টি উপদলে বিভক্ত করে তাঁদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল তাঁবুকলা, কিমস গেম, চ্যালেঞ্জ, ভোরের পাখি ও বনকলা।
তিনদিন ব্যাপী এই ক্যাম্পের সমাপনী দিনে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ও স্কাউট ব্যক্তিত্ব ড. জাকির হোসেন হাওলাদার, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার মো. জাহাঙ্গীর আলম, এবং সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মী এফ. এম. সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়া বিএমআই ইনস্টিটিউটের কম্পিউটার শিক্ষক ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্লস ইন রোভার স্কাউট লিডার উম্মে ছালমা, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভারমেট পারভেজ সরকার পাভেল, ক্যাম্প চীফ ও সিনিয়র রোভারমেট মো. ছাদেকুর রহমান, রোভারমেট ও চীফ কো-অর্ডিনেটর আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।
ক্যাম্পের শেষ দিনে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ এবং কক্সবাজার জেলা রোভার মিলিতভাবে প্রশিক্ষণ ও বার্ষিক তাবুবাস শেষে মোট ১২০ জন রোভার ও স্কাউট সদস্যকে দীক্ষা প্রদান করেন।
সংক্ষেপে:
তিনদিনের এই আয়োজন স্কাউট সদস্যদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা এবং সহযোগিতার মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
No comments:
Post a Comment