একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পেপসি গেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. সাকিব (২০), পিতা: আবুল বশর, ঠিকানা: বহদ্দারহাট পশ্চিম ফরিদার পাড়া।
মো. সোহেল (২৪), পিতা: মফিজুল ইসলাম, ঠিকানা: পূর্ব ফরিদার পাড়া।
মো. ইমন (২২), পিতা: আব্দুল মান্নান।
মো. মিরাজ (১৯), পিতা: মো. মিজান।
তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি কাঠের বাটযুক্ত চাকু এবং একটি স্টিলের চাপাতি জব্দ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
বহদ্দারহাট এলাকা সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে, বহদ্দারহাটে গুলি ছোঁড়ার অভিযোগে মিজান নামে এক ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করেছিল।
এ ধরনের অপরাধ দমনে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
No comments:
Post a Comment