মোরেলগঞ্জ প্রতিনিধি:
"ক্রীড়াই শক্তি ক্রীড়াবিল" এই অঙ্গীকারে ২০০৫ সালে কিছু তরুণের হাত ধরে "সুপার স্টার ক্রীড়া সংঘ” নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করা হয়।আজ মোরেলগঞ্জের ক্রীড়াঙ্গনে অন্যতম সুপার স্টার ক্রীড়া সংঘ। মোরেলগঞ্জ এই ক্লাবটি ক্রীড়াঙ্গনে রয়েছে অনেক ইতিহাস। মোরেলগঞ্জ পৌর সভার ৩নং ওযার্ডের এই ক্লাবটিতে ইঞ্জিনিয়ার মোঃ রিয়াদ তালুকদার সভাপতি ও মোঃ লিয়ন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ মেয়াদের জন্য সুপার স্টার ক্রীড়া সংঘের ৮০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি উদযাপন ও পূর্ণমিলনী-২০২৫ উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সুপার স্টার ক্রীড়া সংঘ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ লিটন তালুকদার, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুপার স্টার ক্রীড়া সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াদ তালুকদার, এ সময়ে ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক লিওন তালুকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য মোঃ শফিকুল ইসলাম ও সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোঃ এখলাস শেখ।
এ দিন, সবাই এক হয়ে আনন্দ ও উল্লাসে মেতে উঠেন। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভসূচনা ঘটে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার ক্ষুদে নৃত্য শিল্পীবৃন্দ। এসময় ২দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলার আয়োজন ও পুরুষ্কার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment